লো-টেক প্ল্যান্টেড ট্যাংক এর খুঁটিনাটি

লো-টেক প্ল্যান্টেড ট্যাংক বলতে সাধারণত বোঝানো হয় খুব বেশী মেন্টেনেন্স বা ঝামেলা ছাড়াই লিমিটেড কিছু প্ল্যান্টস দিয়ে প্ল্যান্টেড একুরিয়াম।...

লো-টেক প্ল্যান্টেড ট্যাংক বলতে সাধারণত বোঝানো হয় খুব বেশী মেন্টেনেন্স বা ঝামেলা ছাড়াই লিমিটেড কিছু প্ল্যান্টস দিয়ে প্ল্যান্টেড একুরিয়াম। লো-টেকে লাইট লো-মিডিয়াম থাকে, কার্বন ডাই অক্সাইড দেয়া হয়না এবং সাবস্ট্রেট হিসেবে ক্রাশড স্টোন, স্যান্ড ব্যবহার করা হয়। অবশ্য স্যান্ডের নিচে গার্ডেন সয়েলও দেয়া যেতে পারে। চলুন, কিভাবে স্যান্ডে প্ল্যান্টেড ট্যাংক করা যায় দেখা যাক।


১. ট্যাংকঃ
প্রথমেই লাগবে ট্যাংক। ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থ যা-ই হোক, উচ্চতা ১৮ ইঞ্চি এর বেশী না হলে ভালো হয়। মনে রাখতে হবে আমরা লো-মিডিয়াম লাইট ব্যবহার করবো।

২. ফিল্ট্রেশনঃ
ফিল্ট্রেশনের অনেক অপশন আছে এবং ফুল সেটাপের বাজেট কত হবে অনেকখানি নির্ভর করবে কি ফিল্টার ব্যবহার করছেন তার ওপর। স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার, টপ ফিল্টার, ক্যানিস্টার ফিল্টার এবং সাম্প- যেকোনো এক বা একাধিক ফিল্ট্রেশন বেছে নিতে পারেন। দাম পড়বে সাইজভেদে ৮০-১০০০০ টাকা পর্যন্ত।

৩. সাবস্ট্রেটঃ
স্যান্ড, ক্রাশড স্টোন সাবস্ট্রেট হিসেবে খুবই কম ঝামেলার। জিরো সাইজড ক্রাশড স্টোন/হোয়াইট স্যান্ড কেজি প্রতি ৭০ টাকায় কাঁটাবনে পাওয়া যাবে। তাছাড়াও, রিভার স্যান্ড বা সিলেট স্যান্ড ব্যবহার করতে পারেন যেটা দেখতে বাদামী রংয়ের, কন্সট্রাকশন সাইটে প্রায়ই দেখা যায়। ইট বালুর দোকানে সিলেট স্যান্ড ৫০ কেজির এক বস্তার দাম ৫০ টাকা।

৪. প্ল্যান্টসঃ
Cabomba, Hornwort, Egeria Densa, Jungle Val, Guppy grass, micra, Amazon sword, Oriental sword, hydrilla, Pennywort, Apongaton Ulvaceous, Limnophila Aquatica ইত্যাদি প্ল্যান্টস সহজেই স্যান্ড সাবস্ট্রেটে গ্রো করবে। ফার্টিলাইজার দিলে ফাস্ট গ্রোথ হবে, না দিলেও ক্ষতি নেই। এই প্ল্যান্টসগুলা ১০টাকা থেকে ৪০ টাকা প্রতি পিস দামে পাওয়া যাবে। তাছাড়াও, Anubias, Fern, Moss ইত্যাদি প্ল্যান্টস রক বা বগে অ্যাটাচ করে দিতে পারেন। এই তিনটা প্ল্যান্টসের অনেক জাত আছে এবং এইগুলাকে সাবস্ট্রেটে পুঁতে দেয়া যাবেনা। আনুবিয়াস ২৩০-৩৫০ টাকা পট, ফার্ণ ২০০-৩০০ টাকা পট এবং মস ১৫০-২০০ টাকা প্যাকেট।

৫. ডেকোরেশনঃ
ন্যাচারাল লুক আনার জন্য প্ল্যান্টেড ট্যাংকে বগ বা রক ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনার ইচ্ছামত ডেকোরেশন জিনিসপত্র ব্যবহার করতে পারেন শুধু খেয়াল রাখতে হবে শার্প এজ যেন না থাকে এবং ডেকোরেশন বস্তুটি যেন পানিতে কোনরুপ রাসায়নিক বিক্রিয়া না করে।

৬. লাইটঃ
প্ল্যান্টসের গ্রোথ ভালো চাইলে মিডিয়াম লাইট দেয়া লাগবে। হাই লাইট দেয়া যাবেনা, তাতে অ্যালজি গ্রোথের সমূহ সম্ভাবনা। লো- মিডিয়াম লাইট বলতে প্রায় ২-৩ ওয়াট পার গ্যালন ধরা হয়। অর্থাৎ প্রতি ৩.৭ লিটার পানির জন্য ২-৩ ওয়াটের লাইট। লাইটিং নিয়ে আমার লেখা এই দুইটা আর্টিকেল পড়তে পারেন-
৭. গার্ডেন সয়েল দিয়ে লো-টেকঃ
এক ইঞ্চি এঁটেল মাটি বা ল্যাটেরাইট (এটা অপশনাল), তার উপর ২ ইঞ্চি গার্ডেন সয়েল (বাগানের সার ছাড়া দো-আঁশ মাটি) এবং তার উপর হাফ ইঞ্চি সিলেট স্যান্ডের লেয়ার দিয়ে দেবেন। লাইটিং, ফিল্ট্রেশন সব স্যান্ড ওনলি ট্যাংকের মতই হবে। সুবিধা হলো, এইক্ষেত্রে প্ল্যান্টস চয়েস অনেক বেশী। কার্পেটিং প্ল্যান্টস হিসেবে Sagittaria, Dwarf Sagittaria, Micra এইগুলা দেয়া যায়। এছাড়াও Ludwigia Repens, Rotala Rotundifolia, Hygrophila Polyspherma, Hygrophila Difformis, Bacopa Caroliniana, Bacopa Monneiri, Stargrass, অনেক ধরনের Cryptocoryne, Ambulia, Crinum Natans, Crinum Thaianum, Hygrophila Corymbosa, Staurogyne Repens ইত্যাদি প্ল্যান্টস দিতে পারেন। তাছাড়াও আগের স্যান্ড অনলির প্ল্যান্টসগুলাও সয়েলে অনেক বেটার হবে।

এই হলো মোটামুটি লো-টেক প্ল্যান্টেড ট্যাংকের মিনিমাম রিকোয়ারমেন্ট। একটা ২৪*১২*১২ লো-টেক প্ল্যান্টেড ট্যাংক ২০০০ টাকার মধ্যেই করে ফেলা সম্ভব। আর দেরী কেন? শার্টের হাতা গুটিয়ে কাজে নেমে পড়ুন

COMMENTS

Name

Basics Fish Keeping,34,
ltr
item
Aquascaping BD: লো-টেক প্ল্যান্টেড ট্যাংক এর খুঁটিনাটি
লো-টেক প্ল্যান্টেড ট্যাংক এর খুঁটিনাটি
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimwpmceE6dQTwhUCwYXV1SB9AW2uRb64JvcbTMyydX2sZdBq9jIv8f8UuGD14s-tGfMFfYtKowNHs51Etm-Jx9TLxBsci-lv_U7NVjIP7aP3nzcN3A6TL6Qt1nSyXDW2WPD4dQ3RJ1-pme/s640/31171503_1701983386546613_413953131286626304_o.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimwpmceE6dQTwhUCwYXV1SB9AW2uRb64JvcbTMyydX2sZdBq9jIv8f8UuGD14s-tGfMFfYtKowNHs51Etm-Jx9TLxBsci-lv_U7NVjIP7aP3nzcN3A6TL6Qt1nSyXDW2WPD4dQ3RJ1-pme/s72-c/31171503_1701983386546613_413953131286626304_o.jpg
Aquascaping BD
https://aquascapingbd.blogspot.com/2020/08/planted-tank.html
https://aquascapingbd.blogspot.com/
https://aquascapingbd.blogspot.com/
https://aquascapingbd.blogspot.com/2020/08/planted-tank.html
true
4875402947082082233
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content