১। আমার ট্যাঙ্কে কত ওয়াট এর হিটার লাগবে? উত্তরঃ আপনার ট্যাঙ্ক যত লিটার, তত ওয়াট এর বা তার সবচেয়ে কাছাকাছি ওয়াটের হিটার লাগবে। ব্রান্ড ভেদে ...
১। আমার ট্যাঙ্কে কত ওয়াট এর হিটার লাগবে?
উত্তরঃ আপনার ট্যাঙ্ক যত লিটার, তত ওয়াট এর বা তার সবচেয়ে কাছাকাছি ওয়াটের হিটার লাগবে। ব্রান্ড ভেদে হিটার সাধারনত ৫০, ১০০, ২০০, ৩০০ ও ৫০০ ওয়াটের পাওয়া যায়।
আপনার ট্যাঙ্কে কত লিটার পানি ধরে তা জানার জন্য এই ফর্মুলা ব্যবহার করুনঃ (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) ÷ ২৩১ = গ্যালন। ১ গ্যালন = ৩.৭৮৫ লিটার। এখানে দৈর্ঘ্য/প্রস্থ/উচ্চতা এর একক হবে ইঞ্চিতে।
২। অটো হিটার কই পাব?
উত্তরঃ সব হিটারই অটো। নির্দিষ্ট তাপমাত্রায় আসার পর অফ হয়ে যাবে।
৩। ভাল ব্র্যান্ডের হিটার কোনটা?
উত্তরঃ বাজারে যেগুলো পাওয়া যায় তার মধ্যে SunSun ও Periha হিটার অনেক ভাল মানের। মিডিয়াম গ্রেডের মধ্যে Sobo ভাল। RS Electric সবচেয়ে নিম্নমানের। অবশ্যই চেষ্টা করবেন ভাল মানের হিটার কিনতে। হিটার এক্সপ্লোড করলে বা ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে অনেক বড়ধরনের বিপদ ঘটতে পারে।
৪। হিটার দিয়ে ট্যাঙ্কের তাপমাত্রা কিভাবে সেট করব?
উত্তরঃ বেশিরভাগ হিটারই সেট করা তাপমাত্রার সাথে ট্যাঙ্কের তাপমাত্রার মিল থাকে না। এর জন্য আপনাকে অবশ্যই থার্মোমিটার ব্যবহার করতে হবে। অনেক হিটারে ২৮ ডিগ্রি সেট করলেও ট্যাঙ্কের তাপমাত্রা হয়ত ২৬-২৭ থাকে। সেক্ষেত্রে হিটারের তাপমাত্রা সামান্য বাড়িয়ে দিয়ে ট্যাঙ্কের তাপমাত্রা এডজাস্ট করে নিতে হবে। আবার নিম্নমানের হিটারগুলোয় ২২ ডিগ্রি সেট করলেও আপনার ট্যাঙ্কের তাপমাত্রা ২৮ ডিগ্রি হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই থার্মোমিটার ব্যবহার করতে হবে এবং থার্মোমিটারের তাপমাত্রা দেখে ট্যাঙ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
৫। ট্যাঙ্কের ভিতরে হিটার কোথায় বা কিভাবে সেট করব?
উত্তরঃ দুঃখের বিষয়, বাজারে যেসব হিটার পাওয়া যায় সেগুলোর মান বেশি ভাল না। প্যাকেটের গায়ে IP68 রেটিং দেয়া থাকলেও এগুলো পুরোপুরি ওয়াটারপ্রুফ না। তাই অনেক সময় লীক করে ট্যাঙ্কে ইলেক্ট্রিক শক করে। এর জন্য হিটারের উপরের দিকের কালো প্লাস্টিক অংশটি ওয়াটার লেভেলের উপরে রাখবেন। ট্যাঙ্কের ভিতরে হিটারটি ফিল্টার এর আউট ফ্লো এর কাছাকাছি রাখবেন, তাহলে ট্যাঙ্কের তাপমাত্রা সমানভাবে থাকবে।
৬। আমার প্ল্যান্টেড ট্যাঙ্কে কি হিটার দিতে পারব?
উত্তরঃ অবশ্যই পারবেন। যদি শুধু প্ল্যান্ট থাকে, তাহলে হিটার দরকার নেই। হিটার মাছের জন্য দরকার, প্ল্যান্টের জন্য না।
৭। হিটার কি সবসময় অন রাখতে হবে?
উত্তরঃ হ্যাঁ, হিটার সবসময়ই পাওয়ার অন থাকবে। আপনার সেট করা তাপমাত্রা উপর নির্ভর করে যখন প্রয়োজন হিটার নিজেই অন/অফ হবে।
৮। আমার ট্যাঙ্ক তো ৬০০/৮০০/১০০০ লিটার, কিন্তু হিটার তো ৫০০ ওয়াটের বেশি পাওয়া যায় না...কি করব?
উত্তরঃ বড় ট্যাঙ্কের ক্ষেত্রে একাধিক হিটার ব্যবহার করতে হবে, যেন আপনার ট্যাঙ্ক যত লিটার, তার সমান ওয়াটের হয়।
৯। আমার ট্যাঙ্কের তাপমাত্রা কত রাখব?
উত্তরঃ সেটা আপনার ট্যাঙ্কে কি কি মাছ আছে তার উপর নির্ভর করে। আমি কিছু উদাহরণ তুলে ধরলামঃ
- গোল্ড ফিশঃ ১৮ ডিগ্রি
- শ্রিম্পঃ ২২ ডিগ্রি
- বেটাঃ ২৭ ডিগ্রি
- ডিস্কাসঃ ২৮ ডিগ্রি
- এঞ্জেলঃ ২৮ ডিগ্রি
- আফ্রিকান সিক্লিডঃ ২৭ডিগ্রি
- আমেরিকান সিক্লিড / ডোয়ার্ফ সিক্লিডঃ ২৬ ডিগ্রি
- সকল টেট্রা ও লাইভ বিয়ারারঃ ২৫-২৬ ডিগ্রি
- এরোয়ানা/মন্সটার কমিউনিটিঃ ২৭-২৮ ডিগ্রি
© লেখক - সালমান খান
COMMENTS