এবার নিজেই সহজে বানান প্ল্যান্টেড/নন প্ল্যান্টেড ট্যাংকের জন্য সবচেয়ে কমদামে কমপ্লিট এলইডি সিস্টেম। মোটামুটি ৫০০-৫৫০ এর মধ্যে। এরচে সাশ্রয়...
এবার নিজেই সহজে বানান প্ল্যান্টেড/নন প্ল্যান্টেড ট্যাংকের জন্য সবচেয়ে কমদামে কমপ্লিট এলইডি সিস্টেম। মোটামুটি ৫০০-৫৫০ এর মধ্যে। এরচে সাশ্রয়ী বোধহয় হওয়া অসম্ভব।

এইখানে প্রথমে একটা দুই ফুট হাইটেক ট্যাংকের জন্য এলইডি সেটাপ বানানোর বিবরণ লিখছি।
যা যা লাগবেঃ
১. দুইটা ডায়োড (১০ টাকা)
২. একটা ১২ ভোল্ট ৬ এম্পিয়ারের ট্রান্সফরমার (২৫০-২৭০ টাকা)
৩. একটা ৫০ ভোল্ট ৪৭০০ এমএফডি ক্যাপাসিটর (২৫ টাকা)
৪. একটা প্লাগ (২০ টাকা)
৫. ইলেক্ট্রিক কেবল বা তার। (আপনার চাহিদামত)
৬. চারটা বিশ ইঞ্চি সাইজের এলইডি লাইট (প্রত্যেকটা ৩৫-৪০ টাকা)
বানানোর প্রক্রিয়াঃ
৩. ট্রান্সফরমারটিতে লক্ষ্য করুন একপাশে দুইটা তার আরেকপাশে তিনটা তার। দুইটা তারকে প্লাগটির সাথে যুক্ত করুন।
৪. ট্রান্সফরমারের অপর পাশে যে তিনটা তার থাকলো এদের মধ্যে দুইপাশের দুইটা তার একরঙয়ের হবে। মাঝখানেরটা আলাদা রঙ হবে। একরঙা তার দুইটাকে ডায়োড দুইটার যে দুইপ্রান্ত এক করা হয়নি সেই দুইপ্রান্তে পেঁচান। ছবি (গ) দেখুন।
এবার একরঙা তারটাকে ক্যাপাসিটর এর মাইনাস পয়েন্টে পেঁচান। ছবি (ঘ)।
৫. কাজ শেষ। এইবার এলইডির টিউবগুলোর সবকয়টা (+) একসাথে পেঁচান এবং সবকয়টি (-) তার একসাথে পেঁচান। প্লাস মাইনাস কোনটা তা এলইডি তে লেখা আছে। এলইডির (+) তার ক্যাপাসিটর এর (+) পয়েন্টে এবং এলইডির (-) তার ক্যাপাসিটর এর (-) পয়েন্টে পেঁচিয়ে দিন।
তৈরী হয়ে গেল আপনার এলইডি সিস্টেম।
যা যা লাগবেঃ
১. দুইটা ডায়োড (১০ টাকা)
২. একটা ১২ ভোল্ট ৬ এম্পিয়ারের ট্রান্সফরমার (২৫০-২৭০ টাকা)
৩. একটা ৫০ ভোল্ট ৪৭০০ এমএফডি ক্যাপাসিটর (২৫ টাকা)
৪. একটা প্লাগ (২০ টাকা)
৫. ইলেক্ট্রিক কেবল বা তার। (আপনার চাহিদামত)
৬. চারটা বিশ ইঞ্চি সাইজের এলইডি লাইট (প্রত্যেকটা ৩৫-৪০ টাকা)
বানানোর প্রক্রিয়াঃ
২. এরপরে ক্যাপাসিটরটির প্লাস পয়েন্টের সাথে পেঁচানো ডায়োড দুইটাকে আবার পেঁচিয়ে দিন (পেঁচাপেঁচি দেখতে ছবি (খ) দেখুন।
৩. ট্রান্সফরমারটিতে লক্ষ্য করুন একপাশে দুইটা তার আরেকপাশে তিনটা তার। দুইটা তারকে প্লাগটির সাথে যুক্ত করুন।
৪. ট্রান্সফরমারের অপর পাশে যে তিনটা তার থাকলো এদের মধ্যে দুইপাশের দুইটা তার একরঙয়ের হবে। মাঝখানেরটা আলাদা রঙ হবে। একরঙা তার দুইটাকে ডায়োড দুইটার যে দুইপ্রান্ত এক করা হয়নি সেই দুইপ্রান্তে পেঁচান। ছবি (গ) দেখুন।
এবার একরঙা তারটাকে ক্যাপাসিটর এর মাইনাস পয়েন্টে পেঁচান। ছবি (ঘ)।
৫. কাজ শেষ। এইবার এলইডির টিউবগুলোর সবকয়টা (+) একসাথে পেঁচান এবং সবকয়টি (-) তার একসাথে পেঁচান। প্লাস মাইনাস কোনটা তা এলইডি তে লেখা আছে। এলইডির (+) তার ক্যাপাসিটর এর (+) পয়েন্টে এবং এলইডির (-) তার ক্যাপাসিটর এর (-) পয়েন্টে পেঁচিয়ে দিন।
তৈরী হয়ে গেল আপনার এলইডি সিস্টেম।
কিছু অন্যান্য তথ্যঃ
১. এই এলইডি গুলোয় হিটসিংক দেয়াই থাকে। আলাদা হিটসিংক লাগবে না।
২. একটা বিশ ইঞ্চি এলইডি লাইট ১.৫ এম্পিয়ারে যথাযথভাবে জ্বলে। সেই হিসাবে ছয় এম্পিয়ারে চারটা বা পাঁচটা টিউব ভালোভাবে জ্বলবে। আপনি টিউব বাড়ালে প্রতি টিউবে আলো কমে যাবে।
৩. ১২ কিউব ট্যাংকের জন্য ৩ এম্পিয়ারের এডাপ্টর আর দশ ইঞ্চির চারটা স্ট্রিপই যথেষ্ট। দুই ফুট লো-টেকের জন্য ৩ এম্পিয়ারের ট্রান্সফরমার আর ৩ টা বিশ ইঞ্চির স্ট্রিপ।
৪. ৪ ফুট ট্যাংকের ক্ষেত্রে একইভাবে আরেকটা এলইডি সেটাপ বানাতে হবে। দুই এডাপ্টরে আটটা/দশটা লাইট জ্বলবে তখন।
৫. লাইট স্ট্যান্ড কাঁচের বা পিভিসির বানাতে পারেন। বা কর্কশিটের/কাঠের হুড বানিয়ে তাতে টিউব এটাচ করে দিতে পারেন।
৬. লাইট ওয়াট কেবলমাত্র স্ট্রিপের উপর নির্ভর করে না৷ ওয়াট=ভোল্টেজ*অ্যাম্পিয়ার। দুইটা বিশ ইঞ্চি স্টিক ১ অ্যাম্পিয়ারে চালালে দিবে ১২*১= ১২ ওয়াট। আবার ২ অ্যাম্পিয়ারে চালালে দিবে ১২*২=২৪ ওয়াট। ৩ অ্যাম্পিয়ারে দিবে ৩৬ ওয়াট।
সব জিনিসপত্রের দাম গুলিস্তান মার্কেটের অনুযায়ী দেয়া। লোকাল দোকানে দাম বেশী হতে পারে কিছুটা।
১. এই এলইডি গুলোয় হিটসিংক দেয়াই থাকে। আলাদা হিটসিংক লাগবে না।
২. একটা বিশ ইঞ্চি এলইডি লাইট ১.৫ এম্পিয়ারে যথাযথভাবে জ্বলে। সেই হিসাবে ছয় এম্পিয়ারে চারটা বা পাঁচটা টিউব ভালোভাবে জ্বলবে। আপনি টিউব বাড়ালে প্রতি টিউবে আলো কমে যাবে।
৩. ১২ কিউব ট্যাংকের জন্য ৩ এম্পিয়ারের এডাপ্টর আর দশ ইঞ্চির চারটা স্ট্রিপই যথেষ্ট। দুই ফুট লো-টেকের জন্য ৩ এম্পিয়ারের ট্রান্সফরমার আর ৩ টা বিশ ইঞ্চির স্ট্রিপ।
৪. ৪ ফুট ট্যাংকের ক্ষেত্রে একইভাবে আরেকটা এলইডি সেটাপ বানাতে হবে। দুই এডাপ্টরে আটটা/দশটা লাইট জ্বলবে তখন।
৫. লাইট স্ট্যান্ড কাঁচের বা পিভিসির বানাতে পারেন। বা কর্কশিটের/কাঠের হুড বানিয়ে তাতে টিউব এটাচ করে দিতে পারেন।
৬. লাইট ওয়াট কেবলমাত্র স্ট্রিপের উপর নির্ভর করে না৷ ওয়াট=ভোল্টেজ*অ্যাম্পিয়ার। দুইটা বিশ ইঞ্চি স্টিক ১ অ্যাম্পিয়ারে চালালে দিবে ১২*১= ১২ ওয়াট। আবার ২ অ্যাম্পিয়ারে চালালে দিবে ১২*২=২৪ ওয়াট। ৩ অ্যাম্পিয়ারে দিবে ৩৬ ওয়াট।
সব জিনিসপত্রের দাম গুলিস্তান মার্কেটের অনুযায়ী দেয়া। লোকাল দোকানে দাম বেশী হতে পারে কিছুটা।
© লেখক - শামসুন আরেফীন
COMMENTS