আজকে কথা বলবো এযাবতকালের সবচে সাশ্রয়ী এলইডি লাইট নিয়ে। মাত্র দেড়শো টাকায় প্ল্যান্টেড ট্যাংকের এলইডি লাইটিং কমপ্লিট। বিশ্বাস হচ্ছেনা? বাজ...
আজকে কথা বলবো এযাবতকালের সবচে সাশ্রয়ী এলইডি লাইট নিয়ে। মাত্র দেড়শো টাকায় প্ল্যান্টেড ট্যাংকের এলইডি লাইটিং কমপ্লিট। বিশ্বাস হচ্ছেনা?
বাজারে নতুন এই এলইডিটা এসেছে। প্রচলিত নাম এনার্জি সেভার এলইডি (esl বলব সংক্ষেপে)। চলুন এর বিস্তারিত জেনে নেয়া যাকঃ
১. এই esl ৫,৯, ১২,১৫,১৮ এবং ২০ ওয়াটের পাওয়া যায়। ১২ কিউব প্ল্যান্টেডে ৯ ওয়াটেরটা যথেষ্ট। এর বড় ট্যাংক হলে ১৫/১৮ ওয়াটেরটা ব্যবহার করতে হবে। প্ল্যান্টেড ট্যাংকে পাঁচ ওয়াটেরটার গুরুত্ব নাই।
২. একটা ১৫ ওয়াটের esl ৩২ ওয়াটের cfl এর সমান আলো দেয়। সুতরাং ওয়াট পার গ্যালন হিসাব করার সময় ১৫ ওয়াটকে ৩০ ওয়াট বিবেচনা করতে হবে। যেমন ২৪x১২x১২ বা ১৮x১২x১৫ (১৪ গ্যালন) লো-টেক ট্যাংকের জন্য ২ ওয়াট পার গ্যালন রুল অনুযায়ী আলো দরকার ২৮ ওয়াট। সেক্ষেত্রে ১৫ ওয়াটের একটা esl ই যথেষ্ট। অর্থাৎ এটা আলো দেয় ৩০ ওয়াটের কিন্তু বিদ্যুৎ খরচ করে ১৫ ওয়াট।

বাজারে নতুন এই এলইডিটা এসেছে। প্রচলিত নাম এনার্জি সেভার এলইডি (esl বলব সংক্ষেপে)। চলুন এর বিস্তারিত জেনে নেয়া যাকঃ
১. এই esl ৫,৯, ১২,১৫,১৮ এবং ২০ ওয়াটের পাওয়া যায়। ১২ কিউব প্ল্যান্টেডে ৯ ওয়াটেরটা যথেষ্ট। এর বড় ট্যাংক হলে ১৫/১৮ ওয়াটেরটা ব্যবহার করতে হবে। প্ল্যান্টেড ট্যাংকে পাঁচ ওয়াটেরটার গুরুত্ব নাই।
২. একটা ১৫ ওয়াটের esl ৩২ ওয়াটের cfl এর সমান আলো দেয়। সুতরাং ওয়াট পার গ্যালন হিসাব করার সময় ১৫ ওয়াটকে ৩০ ওয়াট বিবেচনা করতে হবে। যেমন ২৪x১২x১২ বা ১৮x১২x১৫ (১৪ গ্যালন) লো-টেক ট্যাংকের জন্য ২ ওয়াট পার গ্যালন রুল অনুযায়ী আলো দরকার ২৮ ওয়াট। সেক্ষেত্রে ১৫ ওয়াটের একটা esl ই যথেষ্ট। অর্থাৎ এটা আলো দেয় ৩০ ওয়াটের কিন্তু বিদ্যুৎ খরচ করে ১৫ ওয়াট।

৩. esl চালাতে কোন এডাপ্টর লাগেনা। cfl এর মতই ডিরেক্ট প্লাগ এন্ড প্লে।
৪. একটা ৯ ওয়াট esl ১০০ টাকা ও ১৫ ওয়াটেরটা ১৫০ টাকা। ১৫ ওয়াটের আরেকটা পাওয়া যায় যেটা কারেন্ট চলে গেলেও একঘন্টা জ্বলে ওইটা ২০০ টাকা। ব্র্যান্ডের esl গুলার দাম ৩০০-৪০০ এর মধ্যে।
৫. esl কিন্তু cfl এর মত হিট জেনারেট করেনা। তাই ট্যাংকের টেম্পারেচার বাড়ায়ে দেবেনা।
৬. গুলিস্তান সহ দেশের সব অঞ্চলেই ইলেক্ট্রনিক্স স্টোরগুলাতে esl পাওয়া যাবে। আমি গত ছয়মাস ধরে ব্যবহার করতেসি তেমন সমস্যা ছাড়াই। নষ্ট হলে রিপেয়ারিংও সম্ভব।
৭. যদি মনে হয় আলো বেশী তবে ওয়াটার সার্ফেসের আর লাইটের দূরত্ব বাড়িয়ে দিয়ে ইন্টেন্সিটি কমাতে পারেন। কম মনে হলে দূরত্ব কমিয়ে দিন।
৮. cfl এর গায়ে এয়ারস্টোনের বুদবুদের পানি লাগলে cfl ফেটে যায়। esl এর ক্ষেত্রে তা হবেনা।
৯. ট্যাংক হাইট ১৮ ইঞ্চির বেশী না হলে তিনফুট ট্যাংকে দুইটা এবং চারফুট প্ল্যান্টেড ট্যাংকে ৩ টা ১৫ ওয়াটের esl ই যথেষ্ট।
৪. একটা ৯ ওয়াট esl ১০০ টাকা ও ১৫ ওয়াটেরটা ১৫০ টাকা। ১৫ ওয়াটের আরেকটা পাওয়া যায় যেটা কারেন্ট চলে গেলেও একঘন্টা জ্বলে ওইটা ২০০ টাকা। ব্র্যান্ডের esl গুলার দাম ৩০০-৪০০ এর মধ্যে।
৫. esl কিন্তু cfl এর মত হিট জেনারেট করেনা। তাই ট্যাংকের টেম্পারেচার বাড়ায়ে দেবেনা।
৬. গুলিস্তান সহ দেশের সব অঞ্চলেই ইলেক্ট্রনিক্স স্টোরগুলাতে esl পাওয়া যাবে। আমি গত ছয়মাস ধরে ব্যবহার করতেসি তেমন সমস্যা ছাড়াই। নষ্ট হলে রিপেয়ারিংও সম্ভব।
৭. যদি মনে হয় আলো বেশী তবে ওয়াটার সার্ফেসের আর লাইটের দূরত্ব বাড়িয়ে দিয়ে ইন্টেন্সিটি কমাতে পারেন। কম মনে হলে দূরত্ব কমিয়ে দিন।
৮. cfl এর গায়ে এয়ারস্টোনের বুদবুদের পানি লাগলে cfl ফেটে যায়। esl এর ক্ষেত্রে তা হবেনা।
৯. ট্যাংক হাইট ১৮ ইঞ্চির বেশী না হলে তিনফুট ট্যাংকে দুইটা এবং চারফুট প্ল্যান্টেড ট্যাংকে ৩ টা ১৫ ওয়াটের esl ই যথেষ্ট।
বছরখানেক আগেও ১৫০ টাকায় এলইডি লাইটিং এর কথা অবিশ্বাস্য শোনাতো! এখন esl এর সুবাদে সবচে সহজ, বিদ্যুৎ সাশ্রয়ী, কার্যকরী এলইডি লাইটিং ইন্সটল করা যাবে আপনার প্ল্যান্টেড ট্যাংকে।
© লেখক - শামসুন আরেফীন
COMMENTS