অনেকেরই ধারণা গোল্ডফিশ কিপিং বুঝি খুব বেশী ব্যয়বহুল, আসলে কিন্তু তা না। মোটামুটি বাজেটের মধ্যেই একজোড়া গোল্ডফিশ দিয়ে চমৎকার ও আইডিয়াল এক...
অনেকেরই ধারণা গোল্ডফিশ কিপিং বুঝি খুব বেশী ব্যয়বহুল, আসলে কিন্তু তা না। মোটামুটি বাজেটের মধ্যেই একজোড়া গোল্ডফিশ দিয়ে চমৎকার ও আইডিয়াল একটা গোল্ডফিশ ট্যাংক দাঁড় করিয়ে ফেলা যায়। কিভাবে সবচে কম টাকায় গোল্ডফিশ ট্যাংক করবেন তা নিয়েই আজকের এই পোস্ট। গোল্ডফিশ পালতে হলে কি কি করণীয় তা আগের পোস্টেই বলেছি।
তাই কি কি করতে হবে গোল্ডফিশ পালতে গেলে বা আইডিয়াল সেটাপ কেমন হবে সে বিষয়ে এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। এখানে শুধু মিনিমাম কস্টিংয়ে কিভাবে ট্যাংক করা যায় সেই বিষয়েই আলোকপাত করা হবে।
১. ট্যাংকঃ
একজোড়া গোল্ডফিশের জন্য আইডিয়াল ট্যাংক হচ্ছে ৩৫ গ্যালন। আমরা ৩৩.৬ গ্যালন ট্যাংক করবো কস্টিংয়ের সুবিধার্থে, ১.৪ গ্যালনে খুব একটা কিছু যাবে আসবে না।
ট্যাংক সাইজ হবে ২৪*১৮*১৮ ইঞ্চি (যথাক্রমে দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতায়)। এইজন্যে দরকার হবে ১৩.৫ স্কয়ারফুট ৬ মিলিমিটার নাসির গ্লাস। নিকটস্থ কাঁচের দোকানে গিয়ে ডাইমেনশন উল্লেখ করবেন এইভাবে- ২৪*১৮ ইঞ্চি কাঁচ ৩ পিস (সামনে,পিছনে ও নিচের প্যানেল) এবং ১৮*১৭.৫ ইঞ্চি গ্লাস দুইটা (সাইড প্যানেল)। ১৩.৫ স্কয়ারফুট নাসির ৬ মিলিমিটার গ্লাসের দাম আসবে প্রায় ১১৫০ টাকা (প্রতি স্কয়ারফুট ৮৫ টাকা)।
কাঁচ কেনার পরে হার্ডওয়্যারের দোকান থেকে OCI-103 বা V-Tech সিলিকন কিনবেন ১৮০-১৯০ টাকা দিয়ে।
এরপর বানানোর পালা। আপনি নিজে বানাতে যদি পারেন ভালো, ইউটিউব থেকে The king Of DIY চ্যানেলের ভিডিও দেখেও বানাতে পারেন। যদি নিজে বানাতে ভরসা না পান তাহলে নিকটস্থ একুরিয়ামের দোকানের দোকানদার বা কাঁটাবনের দোকানদার কাউকে ২০০-৩০০ টাকা মজুরী দিলে ওরাই বানিয়ে দিবে। যেই দোকানের থেকে কাঁচ কিনেছেন ওরাও বানাতে পারবে তবে ওদের ফিনিশিং অতটা ভালো হবার সম্ভাবনা কম।
স্ট্যান্ড লোহার বানালে ৭০০-৮০০ টাকায় হয়ে যাবে (মজুরিসহ)। লোহার দরজা জানালা যারা বানায় তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। কাঠেরটা কাঁটাবন থেকে ৮০০-৯০০ টাকায় কিনতে পাওয়া যাবে। আয়রন স্ট্যান্ড বেশী স্ট্রং ও দীর্ঘস্থায়ী। আপনি চাইলে ফ্লোরেও ট্যাংক রাখতে পারেন বা বাসায় কোন টেবিল যদি পাওয়া যায় তাহলে তো পোয়াবারো।
২. ফিল্টারঃ
ফিল্টার হিসেবে sobo বা Venus aqua ব্র্যাণ্ডের ৮০০ লিটার পার আওয়ারের টপ ফিল্টার দিতে পারেন। দাম পড়বে প্রায় ৮০০-৯০০ টাকা। কাঁটাবন থেকে আধাকেজি সিরামিক রিং কিনবেন ৩০০ টাকায় এবং নীলক্ষেতে বালিশের দোকান থেকে ১০০ টাকায় সিন্থেটিক কটন কিনবেন আধা কেজি। আধাকেজি কটনে এক বছর অনায়াসে চলে যাবে এবং সিরামিক রিং আজীবন যাবে।
একটা সিংগেল এয়ার পাম্প কিনে তার সাথে একটা এয়ারস্টোন কানেক্ট করে ট্যাংকে দিয়ে রাখবেন। কারণ গোল্ডফিশ ট্যাংকে প্রচুর সার্ফেস অ্যাজিটেশন দরকার হয় এবং টপ ফিল্টার যথেষ্ট সার্ফেস অ্যাজিটেশন ঘটায় না।
৩. ব্যাকগ্রাউন্ডঃ
ক্রিম হোয়াইট, ব্ল্যাক বা স্কাই ব্লু- এই তিনটা রংয়ের যেকোনো একটা স্প্রে রঙ কিনে পিছনের এবং সাইডের দুই গ্লাসের বাইরের দিকে স্প্রে করে দিন। স্প্রে করার সময় ফ্রন্ট প্যানেল কাগজ বা কাপড় দিয়ে মুড়ে রাখবেন যেন এতে রঙ না লাগে। স্প্রে রংয়ে যে লুক আসবে সেটা ফ্রস্টেড পেপার বা অন্য স্টিকার ব্যাকগ্রাউন্ডে আসেনা। স্প্রে রঙ এক বোতলেই এই ট্যাংক কাভার করবে। দাম ১২০ টাকা।
৪. সাবস্ট্রেটঃ
সাবস্ট্রেট হিসেবে সিলেট স্যান্ড বা ক্রাশড স্টোন ব্যবহার করবো। সিলেট স্যান্ড ইট-বালুর দোকানে এক বস্তা ৫০ টাকায় পাওয়া যাবে। অথবা কাঁটাবন থেকে ২৫ টাকা কেজিদরে ক্রাশড স্টোন কিনতে পারেন যেটা মসুরির ডালের সাইজ। আমাদের এই ট্যাংকে সাবস্ট্রেট ৬ কেজি হলেই হবে। সাবস্ট্রেটের লেয়ার অনেক পাতলা দেবো,এতে মেইন্টেনেন্স সহজ হবে।
৫. স্কেপিং ম্যাটেরিয়ালঃ
গাবতলী বা পঞ্চবটী বা আপনার পরিচিত অন্য সোর্স থাকলে সেখান থেকে রিভারস্টোন সংগ্রহ করুন। গাবতলী ও পঞ্চবটীতে ১০০ টাকা দিলে অনেক স্টোন পাবেন। স্টোন নির্বাচন করার সময় আপনার স্কেপিং প্ল্যান অনুযায়ী বিভিন্ন সাইজের স্টোন নিন। ১ ইঞ্চি থেকে শুরু করে ৬ ইঞ্চি পর্যন্ত। স্কেপিং করার সময় বড় স্টোনের নিচে কর্কশিট দিয়ে নিবেন।
কাঁটাবন থেকে পছন্দমত প্লাস্টিক প্ল্যান্টস কিনুন যেগুলোর শার্প এজ নেই। ২০-৩০০ টাকার মধ্যেই প্লাস্টিক প্ল্যান্টস পাবেন। গোল্ডফিশ স্কেপিং আইডিয়া পেতে গুগলে দেখুন।
৬. লাইটঃ
যেহেতু কোন লাইভ প্ল্যান্টস থাকছেনা, যেকোনো লাইট ব্যবহার করতে পারেন তবে খুব হাই লাইটিং না হয় যেন সেটা মাথায় রাখতে হবে। আমি সাজেস্ট করবো একটা ৯ ওয়াটের esl বা এনার্জি সেভার এলইডি যা ১০০ টাকাতেই নন-ব্র্যান্ডেরটা ফুটপাত বা ইলেক্টনিক্সের দোকানে পাবেন। তাছাড়াও ৯ ওয়াটের প্যানেল এলইডি দিতে পারেন যা নবাবপুর ও গুলিস্তানে কিনতে পাওয়া যাবে ১২০ টাকায়।
৭. মাছঃ
ট্যাংক সেটাপ করে পানি দিয়ে ফিল্টার চালু করে দেড়মাস পরে মাছ ছাড়তে হবে। গোল্ডফিশ ১৫০-২৫০০ টাকা দামের আছে। আপনার চোখে যে দুইটা মাছ সুন্দর সে দুইটাই রাখবেন। দামী মাছ মানেই যে সুন্দর সে ধারণা ভুল।
ব্যস, আপনার কাজ শেষ। হয়ে গেল সবচে কম খরচে (৩৫০০-৪০০০ টাকা) একটা আইডিয়াল গোল্ডফিশ ট্যাংক।
© লেখক - শামসুন আরেফীন
COMMENTS