আমাদের একুয়ারিয়ামে দুই রকম ফিল্ট্রেশনের দরকার - মেকানিক্যাল ও বায়োলজিক্যাল। মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজ হল পানিতে দৃশ্যমান ময়লা দূর করা। আর...
আমাদের একুয়ারিয়ামে দুই রকম ফিল্ট্রেশনের দরকার - মেকানিক্যাল ও বায়োলজিক্যাল। মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজ হল পানিতে দৃশ্যমান ময়লা দূর করা। আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের কাজ হল পানিতে মাছের বর্জ্য, মাছের শ্বাসক্রিয়া, মাছের না খাওয়া অতিরিক্ত খাবার, গাছের পুরনো পচা পাতা, ইত্যাদি থেকে তৈরি হওয়া এমনিয়াকে ভেঙ্গে নাইট্রাইট ও অতঃপর নাইট্রেটে রুপান্তরিত করা।
সাধারনত ধরা হয়, ট্যাঙ্কে যত লিটার পানি আছে প্রতি ঘন্টায় তার ৬ গুণের মত ফিল্ট্রেশন থাকা আবশ্যক। সেটা বিবেচনা করে নিচের ফিল্টারগুলো আপনার ট্যাঙ্কের পানির ভলিউম বিবেচনা করে ব্যবহার করতে পারেন।
আরেকটা বিষয় জানানো দরকার, ঘন্টায় প্রায় ৬ গুনের বেশি ফিল্ট্রেশন হলে পানি বেনেফিশিয়াল ব্যাক্টেরিয়ার সাথে কন্টাক্ট টাইম অনেক কম পায় বলে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন অনেক কম হয়।
এখানে উল্লেখ্য, পাওয়ার ফিল্টারের ক্ষেত্রে আমি শুধুমাত্র Resun এর গুলোই উল্লেখ করেছি, কারণ শুধুমাত্র Resun এর পাওয়ার ফিল্টারের ভিতরেই বায়ো বল আছে। অন্য ব্র্যান্ডের পাওয়ার ফিল্টারের ভিতরে শুধু স্পঞ্জ থাকে, তাই মেকানিক্যাল ফিল্ট্রেশন হয় কিন্তু বায়োলজিক্যাল ফিল্ট্রেশন নগণ্য।
বেশির ভাগ HOB এর ভিতরে কোন বায়োলজিক্যাল মিডিয়া থাকে না। সেক্ষেত্রে আপনাকে আলাদা সিরামিক রিং কিনে ব্যবহার করতে হবে। কিভাবে করবেন তা জানার জন্য এই ভিডিওটি দেখুনঃ
Top Filter এর সাথেও কোন মিডিয়া দেওয়া থাকে না। সেক্ষেত্রেও আপনাকে আলাদাভাবে সিরামিক রিং ও সিন্থেটিক কটন কিনে ব্যবহার করতে হবে।]
কার্যকারিতার দিক থেকে সবচেয়ে ভাল Canister Filter, তারপরে Top Filter, তারপরে HOB, এবং সবশেষে Resun-এর পাওয়ার ফিল্টার, কারণ যত বেশি বায়োলজিক্যাল মিডিয়া থাকবে, তার কার্যকারিতা তত বেশি।
আপনার ট্যাঙ্কে কত লিটার পানি ধরে তা জানার জন্য এই ফর্মুলা ব্যবহার করুনঃ (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) ÷ ২৩১ = গ্যালন। ১ গ্যালন = ৩.৭৮৫ লিটার। এখানে দৈর্ঘ্য/প্রস্থ/উচ্চতা এর একক হবে ইঞ্চিতে।
বিস্তারিত আলোচনার জন্য এই ভিডিওটি দেখুনঃ
© লেখক - সালমান খান
COMMENTS