আজকে আমরা কথা বলব একটা বেসিক টারটেল ট্যাঙ্ক সেটআপ করা নিয়ে। আমরা অনেকেই টারটেল পালতে চাই। দোকানে একটা বাক্সের মধ্যে অল্প পানি দিয়ে অনেকগুলো ...
আজকে আমরা কথা বলব একটা বেসিক টারটেল ট্যাঙ্ক সেটআপ করা নিয়ে। আমরা অনেকেই টারটেল পালতে চাই। দোকানে একটা বাক্সের মধ্যে অল্প পানি দিয়ে অনেকগুলো ছোট ছোট টারটেল রাখা দেখে আমাদের মনে হতেই পারে যে টারটেল পালা অনেক সহজ। কিন্তু আসলে টারটেল পালার জন্য অনেক রিকয়ারমেন্ট আছে যেগুলো আমরা হয়ত জানিও না।

প্রথমে আসি টারটেল এর ব্যাপারে। আমরা যে টারটেল গুলো দোকানে দেখি সেগুলো হল রেড ইয়ারড স্লাইডার টারটেল। দোকান থেকে কেনার সময় সাইজ থাকে মাত্র ১" বা তারও কম। কিন্তু বড় হলে এদের সাইজ ১২" পর্যন্ত হতে পারে। ৬-৮" পর্যন্ত হওয়া কোন ব্যাপারই না। আর এদের গড় আয়ু ২০-৩০ বছর। তাই টারটেল পালার কথা ভাবার আগে বিবেচনা করুন যে এত দীর্ঘ মেয়াদী কমিট্মেন্ট করতে আপনি প্রস্তুত কি না।
একটা রেড ইয়ারড স্লাইডার টারটেল এর জন্য ন্যূনতম সেটআপ এর বিবরন নিচে দেওয়া হলঃ
ট্যাঙ্ক সাইজঃ ৪৮"x১৮"x২৪" (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা), ওয়াটার ভলিউমঃ ৪৮"x১৮"x১৮" (~৬৭ গ্যালন)
ফিল্ট্রেশনঃ একটি ২,০০০ লিটার পার আওয়ার এর পাওয়ার ফিল্টার এবং একটি ১,৫০০ লিটার পার আওয়ার এর টপ ফিল্টার। পাওয়ার ফিল্টারের ফ্লো উপরের দিকে ঘুরিয়ে দিতে হবে, কারণ টারটেল বেশি স্রোত পছন্দ করে না। আর টপ ফিল্টারের ফ্লো পুরোটাই মিডিয়া চেম্বারে দিতে হবে। টপ ফিল্টারে মিডিয়া থাকবে সিরামিক রিং এবং সিনথেটিক কটন।
টারটেল এর জন্য বাস্কিং এরিয়া থাকতে হবে। টারটেল শীতল রক্তের প্রানি। তাই তাদের ডাঙ্গায় উঠে রোদ পোহানোর স্বভাব। এর জন্য আমাদের বাস্কিং এরিয়ার ব্যাবস্থা করতে হবে। উপরের ডায়াগ্রামে যেমন দেখানো আছে সেভাবে করতে পারেন। বাস্কিং এরিয়াতে বালু দিলে ভাল, কারণ বালু সহজে গরম হয়। বাস্কিং এরিয়ায় উঠার জন্য একটা হালকা ঢালের মত ব্যবস্থা করতে হবে। গ্লাসের টুকরাতে কিছু ছোট নুড়ি পাথর সিলিকন দিয়ে আটকিয়ে খুব সহজেই আমরা সেটা বানাতে পারি। লক্ষ্য রাখতে হবে যেন পাথরে কোন ধার না থাকে। মেইন ট্যাঙ্কে সাবস্ট্রেট থাকাটা জরুরি না, বরং সেটা আমাদের দেখার সৌন্দর্যের জন্য। সাবস্ট্রেট ব্যবহার করতে চাইলে সাধারন লাল বালু যা বাস্কিং এরিয়াতে ব্যবহার করবেন সেটাই ব্যবহার করতে পারেন, অথবা কাল/সাদা ইত্যাদি সিলিকা বালু ব্যবহার করতে পারেন। ১” এর থেকে বেশি সাবস্ট্রেট দরকার নেই।
বাস্কিং এরিয়ার উপরে একটা সাধারণ টাংস্টেন ফিলামেন্ট বাল্ব ব্যবহার করতে পারেন। বাস্কিং এরিয়ায় একটা থার্মোমিটার থাকা উচিত। বাল্বের ওয়াট ও দূরত্ব এডজাস্ট করে বাস্কিং এরিয়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন। আর পানির তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করুন, প্রয়োজনে হিটার ব্যবহার করুন।
টারটেল নিরামিষাশী প্রানি। তাই তাদের খাবারও সেরকম হতে হবে। নিচের ছবিতে কিছু উদাহরণ দেওয়া হলঃ
টারটেল আমাদের সাধারণ একুয়ারিয়ামের মাছের থেকে অনেক উপরের শ্রেনির প্রানি। তাই তাদের বর্জ্য ও অনেক বেশি। তাই সপ্তাহে দুই বার ৫০% পানি পরিবর্তন করা ভাল, না হলে সপ্তাহে অন্তত একবার ৭০-৮০% পানি পরিবরতন করবেন। সাবস্ট্রেট ব্যবহার করলে তা নিয়মিত পরিষ্কার করবেন।
© লেখক - সালমান খান
COMMENTS