প্রায়ই যারা পোস্ট দেন "আমার ট্যাংক সাইজ **** কাচের দাম কত টাকা লাগবে?" তারা এইদিকে আসুন। সহজ-সাধারণ অংকের হিসাব। যারা অংকে কাঁচা ...
প্রায়ই যারা পোস্ট দেন "আমার ট্যাংক সাইজ **** কাচের দাম কত টাকা লাগবে?" তারা এইদিকে আসুন।
সহজ-সাধারণ অংকের হিসাব। যারা অংকে কাঁচা ছিলেন তারা আবার অংক শুনে উল্টাদিকে দৌড় দিয়েন না যেন।
যা বলতেসিলাম, একটা একুরিয়ামে কাচ থাকবে মোট পাঁচটা পিস অর্থাৎ পাঁচটা প্যানেল। প্রতিটা প্যানেলের দাম আলাদা করে যোগ করলেই কাচের মোট দাম পাওয়া যাবে।
কাচ বিক্রি হয় স্কয়ারফুট হিসাবে, অর্থাৎ দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চির একটা কাচকে বলা হবে এক স্কয়ারফুট কাচ। বাংলাদেশে দোকানীরা ৬ ইঞ্চির কমে কাচ বিক্রি করলে সেটাকেও সেই ৬ ইঞ্চির দামেই ধরবে। অর্থাৎ আপনি ১৩ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থের একটা কাচ কিনলেও ওরা ধরবে ১৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থের কাচের দাম। মোট এইখানে আপনাকে দিতে হবে ১.৫x১=১.৫ স্কয়ারফুট কাচের দাম। আপনি ১৮x১২ ইঞ্চি কাচ কিনলেও একই দাম দিতে হতো।
এইবার আসি কাচের দাম ক্যালকুলেট করা প্রসঙ্গে।
ধরা যাক আপনি একটা ২৪x১৮x১৮ (দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা -এই ক্রমানুসারে সবসময় লেখাই নিয়ম) সাইজের ট্যাংক বানাবেন ৬ মিলিমিটার দিয়ে এবং কাঁচের দাম মোট কত আসে জানতে আগ্রহী। আপনাকে হিসাব করতে হবে পাঁচটা আলাদা কাঁচের দাম এবং পরে তা যোগ করবেন মোট দাম বের করতে।
৬ মিলিমিটার নাসির কাচ যদি ৯০ টাকা প্রতি স্কয়ারফুট হয় তাহলে দাম এইরকম আসবে-
- ফ্রন্ট প্যানেলঃ ২৪x১৮ ইঞ্চি অর্থাৎ ২x১.৫=৩ স্কয়ারফুট। দাম আসে ৩x৯০=২৭০ টাকা।
- ব্যাক প্যানেলঃ ২৪x১৮ ইঞ্চি অর্থাৎ ২x১.৫=৩ স্কয়ারফুট। দাম আসে ৩x৯০= ২৭০ টাকা।
- বটম প্যানেলঃ ২৪x১৮ ইঞ্চি অর্থাৎ ২x১.৫=৩ স্কয়ারফুট। দাম আসে ৩x৯০= ২৭০ টাকা।
- লেফট সাইড প্যানেলঃ ১৮x১৮ ইঞ্চি অর্থাৎ ১.৫x১.৫=২.২৫ স্কয়ারফুট। দাম আসে ২.২৫x৯০= ২০৩ টাকা।
- রাইট সাইড প্যানেলঃ ১৮x১৮ ইঞ্চি অর্থাৎ ১.৫x১.৫=২.২৫ স্কয়ারফুট। দাম আসে ২.২৫x৯০=২০৩ টাকা।
তাহলে আপনার ২৪x১৮x১৮ সাইজের ট্যাংকে কাচের দাম আসবে ২৭০+২৭০+২৭০+২০৩+২০৩= ১২১৬ টাকা। আগেই যেমন বলেছি ৬ ইঞ্চির নিচে দাম হিসাব করা হয়না, তাই আপনি ২৪x১৫x১৫ বানালেও একই দাম আসবে।
এইখানে একটা ব্যাপার জানায়ে রাখি, কাচ কিনতে গেলে সাইড প্যানেল দুইটার উচ্চতা একই থাকবে কিন্তু দৈর্ঘ্য ২x৬=১২ মিলিমিটার কমায়ে কাটতে বলতে হবে। কারণ সাইড প্যানেল দুইটা ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ভিতরে বসে। ৮ মিলিমিটার কাঁচ হলে ৮x২=১৬ মিলিমিটার কমাবেন।
কাচের দাম ফ্ল্যাকচুয়েট করে প্রায়ই তবুও আপনাদের হিসেবের সুবিধার্থে কিছু কাচের গড়পড়তা দাম উল্লেখ করা হলো-
৩.৫ মিলিমিটার- নাসির ৪৫ টাকা, ক্রিস্টাল ৬৫ টাকা।
৫ মিলিমিটার- নাসির ৬৫ টাকা, ক্রিস্টাল ৯০ টাকা।
৬ মিলিমিটার - নাসির ৯০ টাকা, ক্রিস্টাল ১২০ টাকা।
৮ মিলিমিটার- নাসির ১৩০টাকা, ক্রিস্টাল ১৮০ টাকা।
১০ মিলিমিটার- নাসির ১৪০ টাকা, ক্রিস্টাল ২২০ টাকা।
© লেখক - শামসুন আরেফীন
COMMENTS