উপরে প্রথমেই লিখা আছে “সবচেয়ে কম খরচে” তাই মনে রাখতে হবে এইটা যে পুরো ভালো সেটআপ তা না। দাম আর কোয়ালিটি সমানুপাতিক। তবে আমার মতো যাদের বাজেট...
উপরে প্রথমেই লিখা আছে “সবচেয়ে কম খরচে” তাই মনে রাখতে হবে এইটা যে পুরো ভালো সেটআপ তা না। দাম আর কোয়ালিটি সমানুপাতিক। তবে আমার মতো যাদের বাজেট সমস্যা এবং কম খরচে প্রেসারাইজড সিওটু নিতে চান তারা এইটা ফলো করতে পারেন।
সবার প্রথমে আগে নিশ্চিত হউন যে আপনার কি সত্যিই প্রেসারাইজড সিওটু দরকার কিনা? যদি আপনার ট্যাংক মিড্ টেক বা হাই টেক প্লান্টেড সেটআপ করতে চান এবং ট্যাংক ৩ফিটের বড় হয় তাহলে আপনার প্রেসারাইজড সিওটু অবশ্যই দরকার। এর থেকে ছোট ট্যাংকের জন্য ডিআইওয়াই সিওটু যথেষ্ট।
প্রথমেই আসি আপনার কি কি কিনতে হবে -
- সিওটু সিলিন্ডার
- সিওটু রেগুলেটর
- হাই প্রেসার রেসিস্টেন্ট পাইপ
- হাই প্রেসার রেসিস্টেন্ট চাবি
- ডিফিউসার
- সলিনয়েড
- চেক ভাল্ব
- বাবল কাউন্টার
সিওটু সিলিন্ডার-
প্রেসারাইজড সিওটু এর ক্ষেত্রে আমি আগুন নেভানোর জন্য যেই সিওটু সিলিন্ডার ব্যবহার করেছি যা নবাবপুরে পাবেন। ৩কেজির সিলিন্ডারের দাম পড়বে ১৬০০ টাকা। একেক দোকানে একেক দাম চায়, লোকাল কিছু দোকানে ১৫০০ টাকাতেও রাজি হয় কিন্তু সিওটু ভরে দিতে আলাদা চার্জ লাগবে। ওয়ারেন্টি নাই।
তবে সিলিন্ডার কিনার সময় সিলিন্ডারের মাথায় নজেল লাগানো থাকবে, এইটা লিক অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই প্রথমবার গ্যাস শেষ হয়ে গেলে রিফিল করাতে গেলে হুইল লাগায় নিবেন। হুইলের দাম ৬০০ টাকা। গ্যাস রিফিলের দাম ৩০০-৩৫০ টাকা (৩কেজি)।
সিওটু রেগুলেটর-
সিওটু রেগুলেটর সাধারণত কাঁটাবনে ওয়াটার জু, বাজ, নেচার একুয়াটিক্স, ওসেন ফি ও অন্যান্য ব্রান্ডেরটা পাওয়া যায়। দাম ২৫০০-১০০০০ পর্যন্ত আছে সলিনয়েড সহ ও ছাড়া।
হাই প্রেসার রেসিস্টেন্ট পাইপ ও চাবি-
সিওটুর চাপে যাতে পাইপ লিক না করে তাই হাই প্রেসার রেসিস্টেন্ট পাইপ ও চাবি কিনে নেওয়া ভালো। পাইপ ফুট প্রতি ১০টাকা নেয় ৮মিমি ও ৮মিমি এর চাবি ৮০ টাকা।
ডিফিউসার-
ডিফিউসার সাধারণত কাঁটাবনে ওয়াটার জু, বাজ, নেচার একুয়াটিক্স এ আপনি বিভিন্ন দামে ও কোয়ালিটিতে পাবেন। আমি পাওয়ার ফিল্টারে যুক্ত করে সিওটু ডিফিউজ করেছি।
সলিনয়েড-
কাঁটাবনে ও নবাবপুরে সলিনয়েড সহ রেগুলেটর পাওয়া যায়। আলাদা সলিনয়েড কিনলে ৪০০ টাকায় একটা পেয়েছিলাম, তবে কতটুকু কাজ করবে জানি না।
বাবল কাউন্টার-
আপনি কতটুকু সিওটু দিচ্ছেন তা নিশ্চিত হতে বাবল কাউন্টার প্রয়োজন। বাবল কাউন্টার কাঁটাবন থেকে নিয়ে নিতে পারবেন।
মোট দাম - ৩০৩০/-
সিওটু সিলিন্ডার - ১৬০০/-
সিওটু রেগুলেটর - ১৩০০/-
হাই প্রেসার রেসিস্টেন্ট পাইপ ও চাবি - ১৩০/-
ডিফিউসার - ইচ্ছা মতো
বাবল কাউন্টার - ইচ্ছা মতো
এই হিসাবটা পুরোটাই একেবারে কম দামে যা করা সম্ভব তা দেওয়া। এই রেগুলেটর পরিচিত কয়েকজন ব্যবহার করছে অনেকদিন ধরে কোনও সমস্যা হয় নি। তবে আপনার বাজেট ভাল সিওটু সিস্টেম কিনতে পারেন।
COMMENTS