নামঃ- Methasol-N কাজঃ- যাদু দামঃ- ৩৫ টাকা মাত্র! কাজ যাদু মজা করে বললাম। আসলে তা না। তবে কাজ করে যাদুর মতই। অনেক সময়ই পানির কোয়ালিটি খারাপ...
নামঃ- Methasol-N
কাজঃ- যাদু
দামঃ- ৩৫ টাকা মাত্র!
কাজ যাদু মজা করে বললাম। আসলে তা না। তবে কাজ করে যাদুর মতই।
অনেক সময়ই পানির কোয়ালিটি খারাপ হওয়ার কারণে মাছের চোখে নানারকম রোগ হয়। Pop up eye, Cloudy eye সহ প্রায় সব ধরনের চোখের অসুখে এই আই ড্রপ ম্যাজিকের মত কাজ করে। সাধারণত ৩ দিনের মধ্যেই মাছ ভালো হয়ে যায়। এবং এক্সটার্নাল ইউজ হয় বলে এর পার্শ্বপ্রতিক্রিয়াও নাই। যেকোনো দুই ইঞ্চি থেকে বড় সাইজের মাছের চোখের সমস্যার জন্য ব্যবহার করা যায়। বার্ব থেকে অ্যারোয়ানা, সব মাছের এবং টার্টলের জন্য সমান কার্যকর।
প্রয়োগবিধিঃ
মাছকে পানি থেকে তুলে আক্রান্ত চোখে দুইবার দুই-তিন ফোটা করে ড্রপ দিতে হবে। দিনে দুইবার প্রয়োগ করতে হবে। সকালে একবার ও রাতে একবার করে দিলে ভালো হয়। বেশীরভাগ ক্ষেত্রেই দুইদিনেই মাছ সম্পূর্ণ সেরে যাবে।
এই আই ড্রপ যেকোনো ফার্মেসীতেই পাওয়া যাবে। কম দামে মাছের চোখের সবচে সেরা ওষুধ।
বিঃদ্রঃ চোখের রোগ খারাপ ওয়াটার কন্ডিশনের ফলে হয়। তাই মেডিকেশনের পাশাপাশি ফিল্ট্রেশন আপগ্রেড করার দিকে মনোযোগ দিন। "৩৫ টাকায় তো ওষুধ পাচ্ছিই" -এই চিন্তায় থাইকেন না।
© লেখক - শামসুন আরেফীন
COMMENTS