সমস্যাটি চিহ্নিত করুন নিউট্রিয়েন্টের অভাব দূর করার চাবিকাঠি অপরাধীকে খুঁজে বের করে। উপোরক্ত গাইড ব্যবহার করে আপনার সনাক্ত করতে হবে যে আপনার ...
সমস্যাটি চিহ্নিত করুন
নিউট্রিয়েন্টের অভাব দূর করার চাবিকাঠি অপরাধীকে খুঁজে বের করে। উপোরক্ত গাইড ব্যবহার করে আপনার সনাক্ত করতে হবে যে আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে কোন উপাদানের বা উপাদানগুলোর অভাব হচ্ছে।
স্টান্টেড গ্রোথ অথবা পাতার শেপ খারাপ? সম্ভবত ক্যালসিয়ামের অভাব।
সুস্থ পাতা কোন কারণ ছাড়াই পরে যাচ্ছে? অবশ্যই ফসফেটের অভাব।
বুঝুন কোন উপদানের অভাবে কি হয়
প্ল্যান্টেড ট্যাঙ্কে কোন উপাদানের অভাব থাকলে সেটি হ্যাপি ট্যাঙ্ক না। আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে সব উপাদানের মধ্যে ভারসাম্য নেই। একারণেই আপনি স্টান্টেড গ্রোথ অথবা আনহ্যাপি প্ল্যান্ট দেখছেন, প্ল্যান্টের পাতায় ফুটা অথবা কিছু এলজিও দেখছেন। আপনার সমস্যার কারণ বের করে ফেলতে পারলে সমাধানও অনেক সহজ। প্ল্যান্টেড ট্যাঙ্কে লাইট, CO2 ও নিউট্রিয়েন্ট - এই তিনটি জিনিসই সমানভাবে গুরুত্বপূর্ণ, আর প্ল্যান্টেড ট্যাঙ্কে কোন সমস্যা এই তিনটির যেকোনোটির অভাবের কারণেই হতে পারে।
আপনার প্ল্যান্ট আবার স্বাস্থ্যবান করুন
আমরা তাহলে বুঝতে পারছি, প্ল্যান্টেড ট্যাঙ্কে ডেফিশিয়েন্সি এর সমাধান কখনই one-time fix হবে না, বরং এটা অনেকটা দৈনন্দিন ব্যাপার। আমাদের প্রায়শই লক্ষ্য রাখতে হবে যে ট্যাঙ্কে কোন কিছুর ঘাটতি আছে কি না, এবং তার উপর আমাদের মেন্টেনেন্স বা নিউট্রিয়েন্ট ডোজিং নির্ভর করবে।
আগের একটি লেখাতেও বলেছিলাম, প্ল্যান্টের দুই রকমের ফার্টিলাইজার দরকার হয় - ম্যাক্রো ও মাইক্রো। প্ল্যান্টের স্বাস্থ্যের জন্য মোট ১৩টি উপাদানের দরকার হয়। এদের মধ্যে ৬টি উপাদান প্ল্যান্টের বেশি মাত্রা দরকার হয়, যেগুলোকে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে থাকি। এগুলো হলঃ nitrogen (N ), phosphorus (P), potassium (K), calcium (Ca), magnesium (Mg), এবং sulfur (S)।
বাকি ৭টি উপদান হল মাইক্রো নিউট্রিয়েন্ট। যদিও প্ল্যান্ট গ্রোথ ও স্বাস্থ্যের জন্য এগুলো দরকার, কিন্তু এগুলোর প্রয়োজন অনেক কম মাত্রায়, তাই এগুলোকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলে হয়। এগুলো হলঃ boron (B), copper (Cu), Iron (Fe), chloride (Cl), manganese (Mn), molybdenum (Mo), এবং zinc (Zn).
এছাড়াও তিনটি নন-মিনারেল উপাদান প্ল্যান্টের দরকার - হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন।
এই ১৩টি ম্যাক্রো ও মাইক্রো উপদানের কোনটি কি কাজ করে তা অন্য কোনোদিন আলোচনা করব। এখন দেখি কিভাবে এই উপাদানগুলো আমরা আমাদের প্ল্যান্টকে দিতে পারি।
আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে, বাজারে যেসব ফার্টিলাইজার পাওয়া যায় তার মধ্যে Seachem Flourish এর কোন তুলনা নাই। Flourish একটি স্বয়ংসম্পূর্ণ (comprehensive) ফার্টিলাইজার, যার মধ্যে এই ১৩টি উপদানই আছে।
Seachem Flourish ব্যবহার করলে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোন সাপ্পলিমেন্ট সাথে ব্যবহার করতে হবে না। কিছু ক্ষেত্রে আপনি যদি তবুও কিছু ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট এর ঘাটতি দেখেন, সেক্ষেত্রে Seachem Flourish এর সাথে নিচে উল্লেখিত supplement গুলো ব্যবহার করতে পারেনঃ
Deficiency |
Supplement |
Nitrogen |
Seachem Nitrogen, DIY [KNO3 or Ca(NO3)2] |
Phosphate |
Seachem Phosphorus, DIY[ K2HPO4 or
KH2PO4] |
Potassium |
Seachem Potassium, DIY Potassium (KNO3 or K2SO4 or KCl) |
Iron |
Seachem Iron, DIY (FeSO4) |
Manganese |
Seachem Flourish Trace, DIY [MnCl2 or MnSO4] |
Calcium |
Calcium Carbonate [CaCO3] |
Magnesium |
Epsom Salt/Magnesium Sulfate[MgSO4] |
Note: Using KNO3 to increase Nitrogen will also increase Potassium. Similarly, using KNO3 to increase Potassium will also increase Nitrogen. Using Ca(NO3)2 to increase Nitrogen will also increase Calcium.
নিউট্রিয়েন্ট ডেফিশিয়েন্সির প্রতিরোধ ও প্রতিকার
তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে কোন উপাদানের ঘাটতির কারণে সমস্যা হচ্ছে। তারপরে বুঝতে হবে কোন supplement দিয়ে আমরা সেই ঘাটতি পুরন করব। আর সবশেষে ওই supplement টা ট্যাঙ্কে দিতে হবে।
মনে রাখবেন, আপনার ডোজিং শিডিউল অনেক গুরুত্বপূর্ণ, কোনভাবেই সেটাকে অবহেলা করবেন না।
© লেখক - সালমান খান
COMMENTS