জারকে করুন প্ল্যান্টেড ভ্যাস। ১. এক বা ২ ইঞ্চি পুরু করে সাধারন মাটি দিন, নিচে লাল মাটি দিতেপারেন ইচ্ছা করলে। ২. মাটিকে আধা ইঞ্চি পুরু করে ...
জারকে করুন প্ল্যান্টেড ভ্যাস।
১. এক বা ২ ইঞ্চি পুরু করে সাধারন মাটি দিন, নিচে লাল মাটি দিতেপারেন ইচ্ছা করলে।
২. মাটিকে আধা ইঞ্চি পুরু করে "সিলেট বালি" দিয়ে ঢেকে দিন।
৩. লো-রিকোয়ারমেন্টের কিছু প্লান্টস লাগান টুইসার দিয়ে (মিকরা, ডেনসা, গাপ্পি গ্রাস, ভেলিস নারিয়া, পেনিওর্ট আমার পছন্দের)।
৪. খুব সাবধানে পানি দিয়ে জার ভরে দিন যেন ঘোলা না হয়ে যায়।
৫. আমি জানালার পাশে জার রাখি, ইনডিরেক্ট সানলাইট পায়। সরাসরি সানলাইট এভয়েড করুন।
৬. অবশ্যই অবশ্যই স্নেইল (র্যামস হর্ন আমি রেখেছি) দেবেন নইলে এলগি কন্ট্রোল করতে পারবেন না।
৭. মাঝে মাঝে ফিস পিলেট দিতে পারেন স্নেইল এর জন্য।
৮. টপ-আপ করুন যখন দরকার। মসে এক দু বার ২০-৫০% পানি চেঞ্জ করুন।
অবশ্যই অবশ্যই জারে মাছ দেবেন না। মরে যাবে ফিল্ট্রেশনের অভাবে- বাঁচাতে পারবেন না।
কদিনেই আপনার জার ভরে উঠবে ন্যাচারাল প্লান্টসে, মাছ ছাড়াই আপনার জারটি হয়ে উঠবে প্রশান্তির আধার।
© লেখক - খালিদ আব্দুল্লাহ
COMMENTS