আমার মতো যারা গরীব অ্যাকুয়ারিস্ট আছেন যারা নিয়মিত খাবারের পাশপাশি নিজের মাছকে অন্য কিছু দিতে চান তাদের এই আইডিয়াগুলা কাজে আসবে। ১। হাত / ইলে...
আমার মতো যারা গরীব অ্যাকুয়ারিস্ট আছেন যারা নিয়মিত খাবারের পাশপাশি নিজের মাছকে অন্য কিছু দিতে চান তাদের এই আইডিয়াগুলা কাজে আসবে।
১। হাত / ইলেকট্রিক র্যাকেট দিয়ে মারা মশা, মাছি, ছোট পোকা।
২। রাতের বেলা রান্নাঘরে প্রচুর তেলাপোকা পাবেন। আমি ছোট সাইজের তেলাপোকা আমার মাছকে দেই। বড়গুলা সম্ভবত Oscar, FH কে খাওয়ানো যাবে। তবে আমি নিশ্চিত না।
৩। ওয়ার্ড্রোবের কাপড়ে, বইয়ের তাকের চিপায় ছোট তেলাপোকা ও বইয়ের পোকা পাবেন।
৪। বাসায় মাছ/ মাংস কাটার সময় যে পাতলা অংশগুলা ফেলে দেয়া হয় ওখান থেকে অল্পকিছু পরিষ্কার করে দিতে পারেন।
৫। চাল/ডাল বাছার সময় যে পোকাগুলা ফেলে দেয়া হয় ওগুলাও দিতে পারেন। বাসার কাজের ছেলে/বুয়াকে একটু সেটিং দিয়ে রাখলেই হবে।
৬। সিদ্ধ ডিমের কুসুম খুবই ভালো খাবার। বিশেষ করে Fry এর জন্য। পানি ঘোলা করে। খুবই অল্প পরিমাণে দিবেন। ডিব্বা করে ডিপফ্রিজে রেখে দেয়া যায়।
৭। সবজির পোকাও দেয়া যাবে।
৮। ঢাকা শহরে ওয়াসার পানিতে মাঝে মাঝে ১-২ টা কেঁচো তো সবাই পান।
৯। ২-৪ টা ভাতের দানা ভেঙ্গে ছোট ছোট টুকরা করে দিতে পারেন।
১০। রুটির খামির বানানো হলে অল্প একটু নিয়ে ছোট ছোট বল বানায়ে দিতে পারেন।
১১। পাঁউরুটি / বনরুটির গুঁড়া বা ছোট টুকরা।
সাবধান !!!
১। কখনো অ্যারোসল / ওষুধ দিয়ে মারা কোনকিছু মাছকে দিবেন না ।
২। তৈলাক্ত কিছু অ্যাকুরিয়ামে দিবেন না ।
৩। যাই দিবেন অল্প পরিমাণে দিবেন । বাড়তি খাবার ১-২ ঘন্টা পর সরিয়ে নিন ।
এসব খাবার আমার Guppy, Platy, Molly, Betta, Denio এসব মাছকে আমি নিয়মিত খাইয়ে দেখেছি । কখনো কোনো সমস্যা হয়নাই । দামী মাছের ক্ষেত্রে কেমন কাজ করবে আমি নিশ্চিত না । আপনার মাছকে নিজ দায়িত্বে খাওয়াবেন । কোনোরকম ক্ষয়-ক্ষতির দায়ভার আমি নিবোনা ।
© লেখক - মানজার ই ইলাহী
COMMENTS