পর্ব - ১ প্রায়ই দেখা যায় অনেকের ডিস্কাস মারা যায়। অনেকে আশাহত হয়ে ডিস্কাস কিপিং ছেড়ে দেন,অনেকে আবার নতুন ডিস্কাস কিনে নিয়ে আসেন। কিন্তু একটু...
পর্ব - ১
প্রায়ই দেখা যায় অনেকের ডিস্কাস মারা যায়। অনেকে আশাহত হয়ে ডিস্কাস কিপিং ছেড়ে দেন,অনেকে আবার নতুন ডিস্কাস কিনে নিয়ে আসেন। কিন্তু একটু সচেতন হলেই বড় কোন সমস্যা ছাড়াই ডিস্কাস পোষা যায়।
যে কোন সম্পর্কের মধ্যেই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময় দিলে যেমন সম্পর্ক গড়ে উঠে, তেমনি সময়ের অভাবেই শেষ হয়।
আপনার পোষা মাছ কে সময় দিন,খুব বেশি না প্রতিদিন কমপক্ষে পাচ মিনিট। খাবার দেওয়ার পর মাত্র পাচ মিনিট আপনার মাছ গুলকে দেখুন। আমার খুদ্র অভিজ্ঞতা বলে সুস্থ মাছ এক্টিভলী খাবার খাবে। কিছু কিছু মাছ অবশ্য পিকি ইটার,কিন্তু খাবার অবশ্যই খাবে।
যদি দেখেন কোন মাছ খাচ্ছেনা অথবা লুকিয়ে আছে,সময় নিয়ে খেয়াল করুন। মাছটার সমস্যা কি খুজে বের করুন,সঠিক সমস্যা খুজে না পেলেও লক্ষন গুলো ভাল করে খুজুন। শরীরে কোন ধরনের আঘাতের চিনহ,মাথাতে ঘা এর মত,ফুল্কার রঙ অন্যরকম, পেট এর কাছে কোন অস্বাভাবিকতা,পায়খানার রঙ কেমন, কোথাও সাদা দানার মত অথবা গায়ের আশে কোন সমস্যা। যা ই লক্ষন হোকনা কেন গ্রুপ এ পোষ্ট দিন ছবি এবং বর্ণনা সহ, অনেক এক্সপার্ট আছেন গ্রুপ এ কেউ না কেউ নিশ্চিত সাহায্য করবেন। আর নিজেও গুগলিং করেন,সিমটম এর সাথে মিলিয়ে দেখুন।
রোগ নিশ্চিত হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করুন। সঠিক নিয়মে নির্দিষ্ট সময় নিয়ে ট্রিটমেন্ট করুন।
ডিস্কাস নিয়ে প্রচলিত মিথ হল ডিস্কাস খুব সেন্সিটিভ মাছ,কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে ডিস্কাস পোষা তেমন একটা সমস্যা না। আপনার দ্রুত পদক্ষেপ এবং পরিশ্রম ই আপনার আদরের পোষা মাছটির জীবন বাচাবে।
পর্ব - ২
প্রথম অংশ- "এক্স" একজন ডিস্কাস পালক,একদিন "ওয়াই" দোকান থেকে কিছু ডিস্কাস কিনে "এক্স" বাসায় তার আগের সুস্থ ডিস্কাসের সাথে ছেড়ে দিল। ৪৮-৭২ঘণ্টা পর দেখা গেল পুরাতন মাছগুলো অসুস্থ কিন্তু নতুন গুলো দিব্বি ঘুরে বেড়াচ্ছে।
২য় অংশ - "এক্স" সবসময় "ওয়াই" এর দোকান থেকে ডিস্কাস কিনে,কিন্তু একবার "জেড" এর দোকানের ডিস্কাস তার খুব ভাল লাগলো। ২য় বার না ভেবে দুটি ডিস্কাস কিনে বাসায় গিয়ে তার বাকি ডিস্কাস গুলোর সাথে ছেড়ে দিল। ৪৮-৭২ঘন্টা পর দেখা গেল তার পুরোন ডিস্কাস গুলো ধীরেধীরে ভীষণ অসুস্থ হয়ে পরছে।
উপরের দুটি ক্ষেত্রেই আমরা সাধারণত দোকানদারের দোষ দিয়ে তার চোউদ্দগুষ্টি উদ্ধার করি, কিন্তু কেনার সময় নিজে দেখে সবচেয়ে ভাল/সুস্থ মাছটাই নিয়ে এসেছি। তাহলে কেন এমন হল!?
এজন্য দায়ী হচ্ছে ক্রস কন্টামিনেশন। ভিন্ন পরিবেশে বেড়ে উঠা ডিস্কাসের শরীরে ভিন্ন ধরনের এন্টিবডি থাকে,তাই আলাদা পরিবেশের ডিস্কাস যখন হঠা ত একসাথে রাখা হয় তখন এন্টিজেন-এন্টিবডি গোলমালের কারনে মাছ অসুস্থ হয়ে পরে।(বায়লজিস্ট দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,সবার বুঝার সুবিধার্থে এবং সংক্্ষেপ করার জন্য এভাবে লিখলাম)।
নতুন ডিস্কাস ট্যানকে দেওয়ার আগে করনীয় কি?
নতুন ডিস্কাস কিনে সাথে সাথেই মেইন ট্যানক এ দিয়ে দেওয়া যাবেনা। আগে একটা সাইকেল্ড বেয়ার বটম ট্যানক (কুয়ারেন্টিন ট্যানক)এ হিটার ৩২ডিগ্রী টেম্পারেচার দিয়ে কমপক্ষে ২সপ্তাহ রেখে পরজবেক্ষন করতে হবে ঠিকঠাক খাচ্ছে কিনা অথবা কোন অসুস্থতার লক্ষণ আছে কিনা। সব ঠিক থাকলে ট্যানক এ দেয়া যাবে, নয়তো অসুস্থতা অনুযায়ী চিকিৎসা দিয়ে তারপর ট্যানক এ দিতে হবে। এক্ষেত্রে দুইজন আলাদা ব্রিডার এর মাছ হলে আগে দুই ট্যানক থেকে একটি করে মাছ অন্য একটি ট্যানক এ ১০দিন রেখে দেখতে হবে কোন সমস্যা হয় কিনা,তারপর সব একসাথে রাখা যাবে। তবে সম্ভব হলে আসিয়ান ডিস্কাস আর ইউরোপিয়ান ডিস্কাস একসাথে না রাখাই ভাল।
নোট: সবাই জানে কিন্তু মানে একটা বড় ধাক্কা খাওয়ার পর, ধন্যবাদ।
© লেখক - সুমাইয়া রওশন
COMMENTS