বাজারে এখন বেশ কিছু cray fish পাওয়া যাচ্ছে যা দোকানদাররা lobster বলে বিক্রি করছে। আজকে এই প্রাণীটি সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। ১...
বাজারে এখন বেশ কিছু cray fish পাওয়া যাচ্ছে যা দোকানদাররা lobster বলে বিক্রি করছে। আজকে এই প্রাণীটি সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।
১। cray fish ট্যাঙ্ক থেকে পালাতে ওস্তাদ । তাই ওদের ট্যাঙ্ক নির্বাচনের সময় এটা মাথায় রাখা উচিৎ। আমি আমার দেড় ফিট ট্যাঙ্কে cray fish এর সেটআপ দিয়েছি। ট্যাঙ্ক এর উচ্চতা ১০ ইঞ্চি, কিন্তু পানি দেয়া ৬ ইঞ্চি। ফিল্টার এর পাইপ ট্যাঙ্ক এর মাজখান থেকে সরাসরি উপরে নিয়ে গেছি যাতে cray fish এটি বেয়ে না উঠতে পাড়ে।
২। cray fish খুব বেশি পানি ময়লা করে। এর জন্য নিয়মিত পানি পরিবর্তন করা টা আমার জন্য জরুরি হয়ে দাড়ইয়েছে ।
৩। cray fish এর জন্য hiding place গুরুত্বপূর্ণ । আমি বগি, বড় পাথর আর প্লাস্টিক এর গাছ দিয়ে অনেক গুলো লুকোনোর জায়গা করে দিয়েছি।
৪। cray fish গাছ খেতে পছন্দ করে তাই ট্যাঙ্ক এ অনিচ্ছা সত্ত্বেও প্লাস্টিক প্ল্যান্ট ব্যাবহার করতে হয়েছে।
৫। আমার বিভিন্ন প্লান্টেড ট্যাঙ্কে প্রচুর পরিমান duck weed হয়। আগে যা ফেলে দিতাম। এখন এগুল cray fish এর ট্যাঙ্ক এ দিয়ে দেই। cray fish মনের আনন্দে সারা দিন ধরে এগুল খায়।
৬। cray fish এর অন্যতম প্রিয় খাবার দেখলাম এদের জন্য তৈরি sinking pallet (কাঁটাবনে পাওয়া যায় না। আমি বাইরে থেকে আনাইছি)। এই খাবার দেয়ার সাথে সাথে এরা খাবার নিতে ছুটে আসে :P
৭। cray fish এর ট্যাঙ্ক যথেষ্ট পরিমান water flow and oxygen/air supply থাকা উচিৎ বলে আমি নেট এ বিভিন্ন ফোরাম আর ওয়েবসাইট এ দেখলাম। এ জন্য আমি ট্যাঙ্ক এ ছোটো একটা পাওয়ার হেড এর ফ্লো উপরের দিকে মুখ করে বসাইছি। এতে করে পানি তে এক টা ভালো ফ্লো তৈরি হয় ।
© লেখক - মুহাম্মদ আশরাফ সিদ্দিকী
COMMENTS