এই পদ্ধতি ব্যবহার করে আপনি ব্রাউন অ্যালজি (ডায়াটোম) ও ব্লু -গ্রিন অ্যালজি (সায়ানো ব্যাকটেরিয়া) ছাড়া মোটামুটি সব ধরণের অ্যালজি থেকে মুক্তি...
এই পদ্ধতি ব্যবহার করে আপনি ব্রাউন অ্যালজি (ডায়াটোম) ও ব্লু -গ্রিন অ্যালজি (সায়ানো ব্যাকটেরিয়া) ছাড়া মোটামুটি সব ধরণের অ্যালজি থেকে মুক্তি পেতে পারবেন। মাছ ও শ্রিম্পের জন্য সেফ। আনুবিয়াস এবং মস এর ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়।
SPOT DOSING
অল্প কিছু জায়গায় অ্যালজি হলে বা বিবিএ এর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
১। ফিল্টার, পাওয়ার হেড সহ সব যন্ত্রপাতি অফ করুন।
২। সিরিঞ্জে হাইড্রোজেন পারঅক্সাইড ভরে যেসব জায়গা অ্যালজি আক্রান্ত হয়েছে সেখানে আস্তে আস্তে স্প্রে করুন।
৩। ৩০ মিনিট অপেক্ষা করুন।
৪। ৫০% ওয়াটার চেঞ্জ করুন এবং ফিল্টার, পাওয়ার হেড সহ সব যন্ত্রপাতি আবার অন করুন।
৫। যে কারণে অ্যালজি হয়েছিল সেই কারণটি বের করে তার সমাধান করুন, নাহলে আবার অ্যালজি আসবে।
৬। অনেক বেশি অ্যালজি থেকে থাকলে পরবর্তি ১-২ সপ্তাহ Seachem Flourish Excel আপনার ট্যাঙ্কের জন্য আদর্শ ডোজের দ্বিগুণ পরিমাণে ব্যবহার করুন।
WHOLE TANK TREATMENT
পুরো ট্যাঙ্ক জুড়ে অ্যালজি সমস্যা হলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
১। ফিল্টার, পাওয়ার হেড বা অন্য কোন যন্ত্রপাতি অফ করার দরকার নেই।
২। আপনার ট্যাঙ্কের ওয়াটার ভলিউম অনুযায়ী প্রতি গ্যালন পানির জন্য ২.৫ মিলি ৬% হাইড্রোজেন পারঅক্সাইড ট্যাঙ্কে ঢেলে দিন। ৩% হাইড্রোজেন পারঅক্সাইড হলে প্রতি গ্যালন পানির জন্য ৫ মিলি লাগবে।
৩। ট্যাঙ্কে যেন অনেক বেশি ফ্লো থাকে, যাতে করে হাইড্রোজেন পারঅক্সাইড পুরো ট্যাঙ্কের পানির সাথে ভালভাবে মিশে যেতে পারে ও অ্যালজি আক্রান্ত সব জায়গায় পৌঁছাতে পারে।
৪। এভাবে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং তারপরে ৫০% ওয়াটার চেঞ্জ করুন।
৫। যে কারণে অ্যালজি হয়েছিল সেই কারণটি বের করে তার সমাধান করুন, নাহলে আবার অ্যালজি আসবে।
৬। অনেক বেশি অ্যালজি থেকে থাকলে পরবর্তি ১-২ সপ্তাহ Seachem Flourish Excel আপনার ট্যাঙ্কের জন্য আদর্শ ডোজের দ্বিগুণ পরিমাণে ব্যবহার করুন।
***কোন কারণে মাছ বা শ্রিম্পের সমস্যা দেখলে ট্রিট্মেন্ট বন্ধ করে সাথে সাথে পর পর দুইবার ৫০% ওয়াটার চেঞ্জ করবেন***
© লেখক - সালমান খান
COMMENTS