শ্রিম্পের যতগুলা অসুখ / প্যারাসাইট বেজড অত্যাচার আছে, এর মাঝে সবচেয়ে বাজে হচ্ছে প্ল্যানেরিয়া ডিল করা। এটা শ্রিম্পের শরীরে ঢুকে ভিতর থেকে শ্র...
শ্রিম্পের যতগুলা অসুখ / প্যারাসাইট বেজড অত্যাচার আছে, এর মাঝে সবচেয়ে বাজে হচ্ছে প্ল্যানেরিয়া ডিল করা। এটা শ্রিম্পের শরীরে ঢুকে ভিতর থেকে শ্রিম্পকে খেতে থাকে। আর শ্রিম্প এর মুখ ছোট বলে ( অনেক ক্ষেত্রে টেরও পায় না) প্ল্যানেরিয়াকে খেতে বা এর তেমন কিছুই করতে পারে না।
শ্রিম্প ট্যাংকে প্ল্যানেরিয়া রিমুভ করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে কেমিক্যালি ডিল করা। ট্র্যাপ দিয়ে প্ল্যানেরিয়া আটকানো যায়, কিন্তু পুরাপুরি ভাবে এলিমিনেট (eliminate) করা যায় না।
যতদুর জানি এখন পর্যন্ত আমাদের লোকাল ফিশ মার্কেটে প্লানেরিয়ার কোন মেডিসিন (no planaria) আসে নাই।
এ ক্ষেত্রে কুকুরের কৃমির ঔষধ দিতে পারেন, যার মুল উপাদান ফ্যানবেনডাজেল (Fenbendazole)। আমি লোকাল মার্কেটে ফ্যানবেনডাজেলের ইনগ্রিডিয়েন্ট সোর্স হিসাবে "ফেনভেট-250mg" ব্যাবহার করেছি।
ডোজ : ট্যাবলেটি পুরাপুরি ভাবে গুড়া/ পাউডার করে ২৫০ ml পানিতে ভাল ভাবে ঝাকায়ে (যাকে বলে, এক দম পাগলা ঝাকুনি) মিশায়ে সল্যুশন বানায়ে তার থেকে ট্যাংকের ক্যাপাসিটি যত লিটার তার অর্ধেক মিলি লিটার করে পর পর ৩ দিন ট্যাংকে দিলে হবে।
যেমন, ট্যাংকে যদি ৫০ লিটার পানি থাকে তবে ২৫ মিলি করে সল্যুশনস পর পর ৩ দিন দিয়ে এর পর দিন (৪র্থ দিন) পানি ১০-২৫% পাল্টায়েছি।
এখন পর্যন্ত কোন শ্রিম্প বা বেবি শ্রিম্প এই মেডিকেশনের কারনে মারা যায় নাই।
আপনারা কেউ যদি এটা বা অন্য কোন মেথড ব্যাবহার করে থাকেন, তাহলে কাইন্ডলি এর ফিডব্যাকটা দিবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
তবে সবচেয়ে ভাল পন্থা হচ্ছে prevention then elimination. প্ল্যানেরিয়া কখনই ট্যাংকে এমনি এমনি হয় না। এটা অবশ্যই কোন না কোন ভাবে অন্য ট্যাংক (গাছ/ গ্র্যাভেল বা অন্য কিছুর মাধ্যমে) থেকে আসে / ছড়ায়ে যায়। কারো কাছ থেকে গাছ পেলে বা কিনলে হুড়মুড় করে ট্যাংকে না দিয়ে তা প্রোপারলি ক্লিন করে ট্যাংকে দিলে প্ল্যানেরিয়ার ঝামেলা থেকে বাচা যায় বা অন্তত চট করে প্ল্যানেরিয়া বা অন্য কোন ঝামেলার হাত থেকে বাচা যায়।
Please note, planaria and seed shrimp (ostracod) are not same.
© লেখক - ফারাবী ইবনে ইউসুফ
COMMENTS